Posted by : Unknown Sunday, December 22, 2013




 
বাংলাদেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের গ্রাহকরা কোন প্রকার ইন্টারনেট ব্যবহার চার্জ ছাড়াই বিশ্বের বৃহত্তম অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোনের যেকোন গ্রাহক অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করে কোন ডাটা চার্জ ছাড়াই ব্রাউজ করতে পারবেন। অপেরা মিনি ব্যবহারকারীগণ উইকিপিডিয়াতে দ্রুত প্রবেশের জন্য কুইক ডায়াল সুবিধা পাবেন। এই অফার উদ্বোধনের পর থেকে ৩ মাস পর্যন্ত চালু থাকবে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় উইকিপিডিয়া জিরো কর্মসূচীর আতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। উম্মুক্ত জ্ঞানাধারে প্রবেশ সহজ করাই এই কর্মসূচীর উদ্দেশ্য।

গ্রামীণফোন সবার কাছে ইন্টারনেট পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই উদ্যোগ বাংলাদেশের মানুষের কাছে ইন্টারনেট এর সুবিধা পৌছে দেয়ার একটি পথ। ব্যবহারের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ য়েবসাইট উইকিপিডিয়ায় বিনামূল্যে প্রবেশ করার সুযোগ বাংলাদেশের মানুষকে তাদের কাংক্ষিত জ্ঞান অর্জনে এবং তাদের নিজ নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Mobile gedgets - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -