Posted by : Unknown Sunday, January 19, 2014


উপভোগ করুন ১১ পয়সা/১০ সেকেন্ড (৬৬ পয়সা/মিনিট) রেট বাংলাদেশের যেকোনো নাম্বারে ২৪ ঘণ্টা।

আকর্ষণীয় এই কলরেট অফারটি উপভোগ করতে SME C&C গ্রাহকরা একবারে নির্দিষ্টভাবে ৫১ টাকা রিচার্জ করুন, কোন রকম রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। ১১ পয়সা/১০ সেকেন্ড কলরেটের মেয়াদ ৫১ টাকা রিচার্জের দিন থেকে ১৫ দিন। অফার চলাকালীন গ্রাহক প্রতিবার ৫১ টাকা করে রিচার্জ করে এই স্পেশাল কলরেটের মেয়াদ বারিয়ে নিতে পারেন। যদি গ্রাহক নির্ধারিত ১৫ দিন মেয়াদের ভেতর পুনরায় ৫১ টাকা রিচার্জ না করেন, তবে তিনি তার পূর্বের প্যাকেজ রেটে ফিরে যাবেন।

গ্রাহক এই স্পেশাল কলরেট অফারটি উপভোগ করছেন কিনা জানতে ফ্রি ডায়াল করুন *125#

অফারটি যেকোনো সময় বাতিল করতে ফ্রি ডায়াল করুন *166*65#

পূর্বের ১১ পয়সা/১০ সেকেন্ড কলরেটের SME C&C গ্রাহকরা যারা রেজিস্ট্রেশন এবং ১০০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করছেন, তাদেরও এখন থেকে উপরোক্ত নিয়মে ৫১ টাকা রিচার্জ করে অফারটি গ্রহণ করতে হবে।

১৫% ভ্যাট প্রযোজ্য।

আরও জানতে বা কোন অভিযোগ থাকলে কল করুন 121 (বাংলালিঙ্ক থেকে) অথবা 01911304121 (যেকোনো নাম্বার থেকে)।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Mobile gedgets - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -