About Me
- Back to Home »
- telecom news »
- টাওয়ার বিক্রি করবে এয়ারটেল
Posted by : Unknown
Wednesday, January 22, 2014
বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও আফ্রিকায় নিজেদের নেটওয়ার্ক বিক্রি করে দুই বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৬০০০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ থেকে ২০ কোটি ডলার বা ১৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা দি ইকোনমিক টাইমস জানিয়েছে, সুনীল মিত্তালের মালিকানাধীন এয়ারটেল তাদের আফ্রিকা ও বাংলাদেশের টাওয়ারগুলো বিক্রির আলাদা আলাদা প্রস্তাব পেয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশের ৪০০০ টাওয়ার বিক্রির কথা ভাবছে প্রতিষ্ঠানটি।
আবুধাবী গ্রুপের ওয়ারিদ টেলিকমের ৩০ শতাংশ ক্রয়ের মাধ্যমে গত বছর বাংলাদেশের বাজারে ঢোকে এয়ারটেল। দিল্লির প্রধান কার্যালয় টেলকো থেকে জানানো হয়, দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ৬০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে তাদের। অন্যদিকে আফ্রিকার ১৭টি দেশে গ্রাহক সংখ্যা ৬ কোটির কিছু বেশি।
আফ্রিকার ১৫ হাজার টাওয়ার বিক্রি করে ১৫০ থেকে ১৮০ কোটি ডলার পাবে বলে আশা করছে এয়ারটেল।
Source:poriborton dot com