About Me
- Back to Home »
- telecom news »
- থ্রিজি চালুর পর দ্বিগুণ হল টেলিটকের গ্রাহক!
Posted by : Unknown
Saturday, February 1, 2014
তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক থ্রিজি চালু পর বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে গতি এসেছে। থ্রিজিতে যুক্ত হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে। টেলিটকের এমডি মুজিবুর রহমান বিডিনিউজ২৪.কমের সাথে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে অপারেটরটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ লক্ষে উন্নীত হয়েছে।
২০১২ সালের মধ্য অক্টোবরে পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করেছিল টেলিটক। তখন তাদের ১৪ লাখের মত গ্রাহক ছিল।
ইতোমধ্যে দেশের সকল বিভাগীয় শহরে এবং ১৬টি জেলায় টেলিটকের থ্রিজি পৌঁছে দেয়া হয়েছে। এই বছর আরও ১০ জেলায় তাদের থ্রিজি নেটওয়ার্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন মুজিবুর রহমান।
বিটিআরসি’র তথ্য অনুযায়ী, বেসরকারি অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেয়ার পর গত সেপ্টেম্বর পর্যন্ত ১১ কোটি ১০ লাখের বেশি মোবাইল ফোন গ্রাহক ছিল। ২০১৩’র ডিসেম্বর নাগাদ এই সংখ্যা ১১ কোটি ৩৭ লাখের বেশি হয়।
তবে, বিটিআরসি সাইটের তথ্য অনুযায়ী, মোবাইল ও অন্য সকল প্রকার ইন্টারনেট সংযোগ কোম্পানির জমা দেয়া হিসেবমতে ৩১ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ১৪৬ জন। কিন্তু গত বছর ৩১ আগস্ট পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ১৮ জন। সুতরাং এই ৪ মাসে দেশে ইন্টারনেট গ্রাহক ৪ লাখ ৫৮ হাজার ৮৭২ জন কমেছে! এক্ষেত্রে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪ লাখ ৬১ হাজার ৩৭০ জন।
এখানে বিটিআরসির সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের সকল মোবাইল অপারেটরের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হল। এখানে মিলিয়ন অংকে সংখ্যাগুলি দেয়া আছে। (১ মিলিয়ন = ১০ লাখ )
Operators | Active Subscribers |
GrameenPhone | 47.110 |
Banglalink | 28.838 |
Robi | 25.380 |
Airtel | 8.269 |
Citycell | 1.365 |
Teletalk | 2.822 |
Total | 113.784 |